কাশ্মীরে ৯৯ শতাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার : দাবি ভারতের

৫ অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে নিরাপত্তাজনিত কারণে সেখানে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানকার মোবাইল পরিষেবা। কোনরকম দুর্ঘটনা যাতে সেখানে ঘটতে না পারে সেই কারণে জম্মু ও কাশ্মীরের প্রতিটা জায়গায় ছিল অতন্দ্র প্রহরা। মূলত জম্মু ও কাশ্মীরের অতি সংবেদশীল জায়গা গুলোতেই ছিল কড়া প্রহরা।

নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পাকিস্তান সরাসরি প্রতিবাদ করতে শুরু করে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার জন্য পাকিস্তান বারবার চেষ্টা করেছে। তবে ভারত এই নিজেদের আভ্যন্তরীণ একটি বিষয় বলে শুরু থেকেই জানিয়ে এসেছে আর বিষয়ে তারা অন্যান্য সকল দেশের সমর্থন ও পেয়েছে।

নিরাপত্তাজনিত কারণে মোবাইল ফোনে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যায় পরেছিল সেখানকার মানুষজন। বিশেষত যে সকল কাশ্মীরি নানা কারণে অন্যান্য রাজ্যতে রয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা ভীষণ সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে আগামী সোমবার থেকে সেখানকার সকল পোস্টপেড মোবাইল পরিষেবা পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোহিত কান্সাল। জানান, কাশ্মীরের ১০ টি জেলাতে এই পরিষেবা দেওয়া হবে।

গত ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা তুলে নেয়। মূলত সেখানকার মানুষদের উন্নয়ন ও সাংবিধানিক সুবিধা দেওয়ার কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল। এই সিদ্ধান্তের পরেই উপত্যকা জুড়ে যাতে শান্তি বজায় থাকে সেই কারণে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী। কোনরকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল উপত্যকাকে।

তবে আগের মাস থেকে সেখানকার ল্যান্ডলাইন পরিষেবা চালু করেছিল কেন্দ্র। মূলত সাধারণ মানুষদের যোগাযোগের ক্ষেত্রে যাতে কোন রকম সমস্যা না হয় তাই ল্যান্ডলাইন চালু করা হয়েছিল। আর আগামী সোমবার থেকে মোবাইল পরিষেবা চালু করা হলে পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মানুষজন যে সুবিধা পাবে তা নিশ্চিত ভাবে বলা যায়।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন কাশ্মীরের সমগ্র অংশে সাধারণ মানুষদের জন্য যোগাযোগ বিছিন্ন রাখাটা সম্ভব নয়। কিভাবে সন্ত্রাসবাদীদের কথাবার্তা বন্ধ রেখে সাধারণ মানুষদের মানুষদের এই পরিষেবা দেওয়া যায় তা নিয়ে তারা ভাবনা চিন্তা করছেন।

Share this post

scroll to top