ছাত্রলীগের সোনার ছেলেরা শত শত মা বোনের বুক খালি করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার খন্দকার মাহবুব হোসেন। শনিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি আয়েজিত আববার ফাহাদ খুনের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, সরকারের ছত্রছায়ায় ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে টর্চার সেল তৈরি করেছে। নিরীহ ও নির্দলীয় ছাত্ররাও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতায় গিয়ে দেশের মানুষের জান, মাল নিয়ে খেলায় মত্ত রয়েছে। এখন সারাদেশে দেশে চলছে আওয়ামীলীগের হত্যাযজ্ঞ, গুম ও খুন।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহসাংগাঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন প্রমুখ। বিক্ষোভ সমাবেশের আগে আবরার ফাহাদ হত্যার প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।