নেত্রকোনা জেলা প্রতিনিধি : “সুস্থ্য মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর এর সভাপতিত্বে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দা তাহেরা আইরিন ,বেটেনারী সার্জন ডাঃ রেজভী আহম্মেদসহ আরো অনেকে।
এসময় বক্তারা ডিমের পুষ্টি গুন সম্পর্কে নানাদিক তুলে ধরে আমাদের দৈনদিন জীবনে ডিমের গুরুত্ব আরোপ করেন এবং প্রতিদিন ডিম খাওয়ার পরামর্শ দেন।