আবরারের রুমমেট মিজান আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার রুমমেট মিজানুর রহমানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুম থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত মিজান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

মিজানকে আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী শেরে বাংলা হলের মেসবয় আব্দুল কাদের জানান, স্বাধীন মতপ্রকাশের কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর আবরারের ব্যবহৃত ১০১১ নম্বর রুমটা একদিন বন্ধ ছিল। এরপর আবরারের অন্য রুমমেটরা আবারো সেখানে থাকতে শুরু করেন। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশ এসে ওই রুমের মিজানুর রহমানকে তুলে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার সবুজবাগ থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

Share this post

scroll to top