নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের দায়ে মোরশেদ মিয়া ও সালাম নামের দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে নৌ-পুলিশের সহায়তায় দুই জেলেকে আটক করেছে সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ২০ দিনের কারাদণ্ড দেন।
সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিলে মা ইলিশ মাছ শিকার করার অপরাধে মোরশেদ মিয়া ও সালাম মিয়া নামের দুই জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জেলেকে ২০ দিনের কারাদন্ড দেন।
জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।