ইকবাল হাসান : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারের ঢাকা স্ট্যান্ডার্ড বেকারিকে খাবার অনুপযোগী রং ও ফ্লেভার, স্যাকারিন, মেয়াদ বিহীন চানাচুর, বিস্কুট তৈরি এবং অনুমোদনবিহীন ভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়েছে ।
আজ বুধবার বিকেলে বিপুল পরিমাণ খাবার অনুপযোগী রং ও ফ্লেভার, স্যাকারিন, মেয়াদবিহীন চানাচুর, বিস্কুট ধ্বংস করা হয়। অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে তাদেরকে আইনটি সম্পর্কে অবহিত করা হয়।
উক্ত অভিযানে নেত্রকোণা জেলার ভোক্তা অধিকার সংর¶ণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম এর সঙ্গে ছিলেন, নেত্রকোণা জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, কেন্দুয়া উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর আব্দুল গফুর। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা প্রশাসন নেত্রকোণা ও উপজেলা প্রশাসন কেন্দুয়া।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, মোঃ শাহ আলম বলেন,আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।