স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল।
বুধবার দুপুরে নগরীর বাউন্ডারী রোড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলটি মহানগর ছাত্রদল সভাপতি নাঈমুল করিম লুইনের নেতৃত্বে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।