সাজ্জাতুল ইসলাম : ময়মনসিংহের গৌরীপুরে কাউছার (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ ফুলবাড়িয়া গ্রামের নিজ ঘরের বারান্দায় ওই কিশোরের লাশ ঝুলছিল। রাতেই ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহটি প্রেরণ করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্কুল ছাত্র স্থানীয় শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে খালিজুরি গ্রামের কাপড় ব্যবসায়ী বিল্লাল মুন্সীর ছেলে। ছেলের পড়াশুনার সুবাধে তিনি পরিবার নিয়ে শাহগঞ্জ ফুলবাড়িয়া গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
নিহতের বাবা বিল্লাল মুন্সী জানান, মঙ্গলবার বিকেল ৩টায় কাউছারকে বাসায় একা রেখে পরিবারের লোকজন তাঁর এক নিকট আত্মীয়ের জানাযার নামাজে অংশগ্রহন যান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে বাসার ফিরে এসে দেখেন নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলে আছে তার ছেলের মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাউছারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো জানান, প্রায় দু’বছর আগে তার ছেলেকে শাহগঞ্জ বাজারে মাজারের সামনে থেকে দুর্বৃত্তরা অপহরণ করেছিল। পরে চোখ বাঁধা অবস্থায় তাকে আবার বাসার সামনে রেখে গিয়েছিল। এদিকে কাউছারের মৃত্যুর ঘটনায় তার পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় গৌরীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।