রাঙ্গামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে মং সিং অং মারমা নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাসিন্দা।
গতরাতে এ হত্যাকান্ডের পর পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করেছে।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফ উদ্দিন জানান, আজ সকাল লাশ দেখতে পেয়ে গ্রামবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মৃত ব্যক্তির পড়নে সবুজ রংঙের পোশাক ছিল এবং তার পার্শ্বে একটি এলজি পাওয়া গেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।