স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজায় ময়মনসিংহ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও প্রসাদ বিতরন করেছেন জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।
চলতি সপ্তাহের শনি, রবি ও সোমবার দিনভর তিনি ময়মনসিংহ, ফুলপুর, তারাকান্দা, ধোবাউড়া, হালুয়াঘাট, ত্রিশাল, ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজা মন্ডপ কমিটির নেতা এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। এসময় জেলা পুলিশ নির্বিঘ্নে পূজা উৎসব পালনে সনাতন ধর্মের লোকদের পূজা উদযাপনে সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী, জয়ীতা শিল্পী, আল-আমিন, ডিবির ওসি শাহ্ কামাল আকন্দসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।