সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ধানুসকা গুনাথিলাকার ঝড়ো ৫৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে .৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা।
শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে লঙ্কানদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আভিসকা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে পাক বোলারদের তুলোধুনো করে ৯.৪ ওভারে ৮৪ রানের জুটি গড়েন ধানুসকা গুনাথিলাক। আভিস্কা উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান গুনাথিলাক। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে ৮টি চার ও এক ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৭তম ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। শাদাব খানের লেগ স্পিনে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৮ বলে ৫৭ রান করে ফেরেন গুনাথিলাকা। ৩৪ বলে ৩৩ রান করে ফেরেন আভিসকা। এছাড়া শেষ দিকে ওয়ানডাউনে ব্যাট করতে নামা ভানুকা রাজাপকাশার ২২ বলে ৩২ ও দাসুন শানাকার ১০ বলে ১৭ রানের স্বভাবসুলভ ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা।
পাকিস্তানী বোলারদের মধ্যে মোহাম্মদ হাসনাইন ৩টি ও শাদাব খান একটি উইকেট শিকার করেন।
পাকিস্তান একাদশ : আহমেদ শেহজাদ, বাবর আজম, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ : ধানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, ভেনুকা রাজাপাকশে, মিনদো ভানুকা, দাসুন শানাকা (অধিনায়ক), লাকসান সান্দাকান, ইসুর উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাসুন রাজিথা ও নুয়ান প্রদীপ।