সাটুরিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৬ লাখ টাকা চুরি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি টিভি ক্যামেরা ফাঁকি দিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার ব্যাংক থেকে প্রায় ৬ লাখ টাকা উত্তোলনের পর ক্যাশিয়ারের কক্ষের আলমারির ডয়ারে রাখা হয়। টাকাগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য উত্তোলন করা হয়েছিল। এরপর শুক্রবার সকালে চুরি হওয়ার বিষয়টি ধরা পড়ে।

জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য ক্যাশিয়ার মোঃ লুৎফর রহমান বৃহস্পতিবার দুপুরে ব্যাংক থেকে প্রায় ৬ লাখ টাকা জন্য উত্তোলন করেন এবং সেই টাকা ক্যাশিয়ার তার কক্ষের আলমারির ডয়ারে রেখে ওইদিন বাড়ি চলে যান। শুক্রবার সকালে পিয়নরা কক্ষটির ভেতরে নথিপত্র তছনছ ও জানালার গ্রীল কাটা দেখতে পায়। এরপর তারা বিষয়টি সবাইকে অবগত করে।

এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালের তিনজন নাইট গার্ড মোঃ সলিমুল্লাহ খান, মোঃ মতিউর রহমান ও মোঃ হাসান হাসপাতাল রক্ষণাবেক্ষনের দায়িত্বে ছিলেন। উপরে ছিলেন ডাঃ শামীমা গুলশানারা সম্পাসহ কয়েকজন নার্স। এছাড়া রাতে জরুরী বিভাগে দায়িত্ব পালন করেন মেডিকেল অ্যাসিস্টেন্ট রাশেদ হোসেন।

অপরদিকে হাসপাতালের ক্যাশিয়ার মোঃ লুৎফর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে না জানিয়ে এ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে তার ডয়ারে রেখে চলে যান বলে তিনি দাবী করেন। কেন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিলেন না জানতে চাইলে ক্যাশিয়ার বলেন সময়ের অভাবে বেতন দিতে পারিনি।

এদিকে হাসপাতালের হেড ক্লার্ক মোঃ এমারত হোসেন তার ব্যাক্তিগত টাকা খোয়া যাওয়ার কথা বললেও সে টাকা ঘুষের ছিল বলে স্থানীয়রা জানায়। তবে বিষয়টি হাসপাতালের কর্মচারীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয় মানুষ।

এ ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ ও মানিকগঞ্জের পিবিআই পুলিশ হাসপাতালের নমুনা সংগ্রহ করে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে তদন্ত করছে। শুক্রবার সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, ইউএনও আশরাফুল আলম, এএসপি সদর সার্কেল মোঃ হাফিজুর রহমান ও সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রশীদ জানান, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা সব ধরণের আলামত সংগ্রহ করে তদন্ত করছে বলে তিনি জানান।

সাটুরিয়া থানার ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা বলেন, চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির সমস্ত আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িতরা কেউ রেহাই পাবে না এবং দ্রুত সকলকে গ্রেফতার করা হবে।

Share this post

scroll to top