মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ৬

নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। রূপসার শ্রীফলতলা, সাতক্ষীরা ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রূপসার শ্রীফলতলার শরীফুল ইসলাম (২১), আসাদউল্লাহ (২০), কামরুল (১৮) ও নাঈম (১৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের রিয়াজ (১৮) এবং সাতক্ষীরার সোহেল (১৮)। ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগী মেয়েটি মোড়েলগঞ্জে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। সে বুধবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় মায়ের কাছে বেড়াতে এসে প্রেমিক নিয়ামুলের সাথে হাদিস পার্কে ঘুরতে যায়।

নিয়ামুল মেয়েটিকে ঘুরতে নেয়ার কথা বলে রূপসার শ্রীফলতলার একটি বাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজনের মধ্যে দুজন ও নিয়ামুল মেয়েটিকে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে।

ঘটনার পর মেয়েটি বাসায় ফিরে মাকে জানালে তিনি বৃহস্পতিবার রূপসা থানায় এসে মৌখিক অভিযোগ করেন।

মূল আসামি নিয়ামুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নূর আলম সিদ্দিকী। সূত্র : ইউএনবি

Share this post

scroll to top