কুমিল্লায় ৪ গাড়ির সংঘর্ষ : নিহত ২

সদর দক্ষিণ উপজেলায় এক ট্রাক ও তিন বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। শুক্রবার বিকালে উপজেলা পরিষদের পাশে মল্লিকা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু (৩৮) ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাবুইহাট এলাকার ছলিম উল্লার ছেলে রহিম মানিক (৪০)।

সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফরিদ জানান, একটি ট্রাক লিংক রোডে মোড় নেয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস একে ধাক্কা দেয়। সেই সাথে পেছন থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস হানিফ পরিবহনকে এবং শাপলা পরিবহনের আরেটি বাস শান্তি পরিবহনকে ধাক্কা দেয়। এতে হানিফ এবং শাপলা পরিবহনের বাস দুটি রাস্তা থেকে ছিটকে যায়।

ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ আহতের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। সেই সাথে দুজনের মরদেহ মর্গে নেয়া হয়েছে। সূত্র : ইউএনবি

Share this post

scroll to top