ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশ থেকে দুইদিন বয়সের এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ৪নং সিংহেস্বর ইউনিয়নে মোকামিয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার পুলিশ।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সকাল সাড়ে ১১টার স্থানীয়দের কাছে খবর পেয়ে দুপুরে ওই গ্রাম থেকে শিশুকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে।
তিনি আরও বলেন, শিশুটিকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি। তবে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও জানান তিনি। সূত্রঃ বিডি২৪লাইভ