ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

ময়মনসিংহের সদর উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আইনুল হক (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী একটি সিএনজি এবং তারাকান্দাগামী একটি বাসের আলালপুর নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী মোহাম্মদ আইনুল হক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ঘটনাস্থলে সিএনজির যাত্রীসহ মোট ৬ জন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

Share this post

scroll to top