শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আটটি চার ও চারটি ছক্কায় ১০৫ বলে ১১৫ রান করেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান বাবর আজম। এই ইনিংস খেলার পথে পাকিস্তানের পক্ষে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
এক বছরে পাকিস্তানের পক্ষে দ্রুত এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ১৯ ইনিংসে এ রেকর্ডটি গড়লেন তিনি।
এর মাধ্যমে ৩২ বছর আগে করা দেশটির সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়ানদাদের রেকর্ডটি ভেঙে যায়। ১৯৮৭ সালে ২১ ইনিংসে এক হাজার রান করেছিলেন মিয়ানদাদ।
চলতি বছর ১৯ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরিতে বাবর রান করেছেন ১০৬১। ব্যাটিং গড়- ৬২ দশমিক ৪১।
এক বছরে পাকিস্তানের পক্ষে দ্রুত এক হাজার রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় —— ইনিংস —-বছর
বাবর আজম ——১৯ —–২০১৯
জাভেদ মিয়াদাদ –২১ —–১৯৮৭
মোহাম্মদ ইউসুফ -২৩ —–২০০২
মিসবাহ-উল-হক –২৩ —–২০১৩
সাইদ আনোয়ার —২৫ —–১৯৯৬