হিলি স্থলবন্দরে টানা ১০ দিনের ছুটি ঘোষণা

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে ২ অক্টোবর বুধবার থেকে ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সূত্রে জানাগেছে। ফলে এ ক’দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে।

তবে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল জানিয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও পূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছুটি ঘোষণা করা হলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে। পূজার দিনেও চালু থাকবে ইমিগ্রেশনের কার্যক্রম।

Share this post

scroll to top