রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবারই কোনো নেগেটিভ মার্কস থাকছে না। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তবে পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কস থাকবে না।
এদিকে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, রাবিতে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কস নেই। এটা প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে মোটেও কাম্য নয়।
মাহবুব নামে এক ভর্তিচ্ছুক শিক্ষার্থী জানান, নেগেটিভ মার্কস না থাকায় প্রকৃত মেধার মূল্যায়ন হবে না। অথচ নেগেটিভ মার্কস থাকলে অনেক সচেতন হয়ে উত্তর দেয়া যায়।
উল্লেখ্য, এ বছরের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে তিনটি ইউনিটে আগামী ২০ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd)-তে জানা যাবে।