বিলকিস বানুকে ৫০ লাখ রুপি, চাকরি ও বাড়ি দেয়ার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের সুপ্রিম কোর্ট ২০০২ সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত বিলকিস বানুকে ৫০ লাখ রুপি, চাকরি ও বাড়ি দেয়ার নির্দেশ দিয়েছে গুজরাত সরকারকে। দু’সপ্তাহের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে। এর আগে এপ্রিল মাসেও একই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল গুজরাত সরকার। সেই আর্জি সোমবার নাকচ করে দিয়ে ওই নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত।
২০০২ সালের ৩ মার্চ বিলকিস বানোর পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে উন্মত্ত জনতার দ্বারা আক্রান্ত হয়।

সেই সময় বিলকিস পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাকে গণধর্ষণ করে তার পরিবারের বহু সদস্যকে হত্যা করা হয়।

২০০৮ সালের ২১ জানুয়ারি এক বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হয় ১১ জন। বিলকিসকে ধর্ষণ ও তার পরিবারের সাতজনকে হত্যার দায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর পাশাপাশি সাতজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেয়া হয়। তাদের মধ্যে পুলিশ কর্মী ও চিকিৎসকরাও রয়েছেন।

পরে ২০১৭ সালের ৪ মে ওই সাত জনকে দোষী সাব্যস্ত করে। তাদের মধ্যে পাঁচজন পুলিশ কর্মী। দু’জন চিকিৎসক। অভিযোগ কর্তব্যে অবহে‌লা ও প্রমাণ নষ্ট। পরে ২০১৭ সালের ১০ জুলাই শীর্ষ আদালত চারজন পুলিশ কর্মী ও দু’জন চিকিৎসককে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। তাদের মধ্যে ছিলেন আইপিএস কর্মকর্তা আরএস ভোগরা। হাইকোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ মেলার কথা বললেও শীর্ষ আদালত তাদের ছেড়ে দেয়। অবশিষ্ট এক অভিযুক্ত আর আপিলই করেননি।
সূত্র : এনডিটিভি

Share this post

scroll to top