রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : “কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ চত্তর থেকে এক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা,অফিসার ইনচার্জ আব্দুল মান্নান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের সদস্যসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ ।

Share this post

scroll to top