জেলার সদর ও লালমোহন উপজেলায় রোববার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের বাসিন্দা তাসনুর বেগম (৪০) ও লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মতিন (২৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ভোলা মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন জানান, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের মো. ছদেক মুন্সি দুপুরে অটো বোরাক চার্জে দেন। পরে বিকালে বৃষ্টি শুরু হলে তাসনুর পলিথিন দিয়ে বোরাকটিকে ঢেকে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, রোববার সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রতিবেশি মনিরের বাগানের নারিকেল পাড়তে গাছে ওঠেন মতিন। এ সময় নারিকেল গাছের ডগা ছিঁড়ে বিদ্যুতের তারে পড়ে। বিদ্যুতের তার থেকে মতিন নারিকেল গাছের ডগা টানতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।