ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

ইন্দোনেশিয়ার দুর্গম মালুকু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা শনিবার একথা জানিয়েছে।

রিখটার স্কেলে ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে বাড়িঘর ও ভবন কেঁপে উঠলে লোকজন দৌঁড়ে রাস্তায় বেড়িয়ে আসে। এতে ভূমিধসে চাপা পড়ে একজন মারা যান।

বৃহস্পতিবারের এই ভূমিকম্পে নিহতদের মধ্যে তিন কিশোর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এমবুন নগরীতে ধ্বংসাবশেষে চাপা পড়ে অনেকে মারা গেছেন।

এই অঞ্চলের গভর্নর প্রদেশটিতে ৯ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আগুস উইবো জানান, শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন এবং এতে আহত হয়েছে ১৫৬ জন।

আগুস উইবো জানান, ভূমিকম্পে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ২৫ হাজার লোক গৃহহারা অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বৃহস্পতিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মালুকু প্রদেশের এমবুন নগরী থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূগর্ভের ২৯ কিলোমিটার গভীরে।

Share this post

scroll to top