ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের লেংড়াবাজার এলাকায় পারুল ঋষি (৪০) নামের এক বিধবাকে নিজ বসতঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পারুল ঋষি মৃত জংলি ঋষির স্ত্রী। তার গলায় কাপড়ের ডোর প্যাঁচানো ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, পারুল ঋষি পাঠা পালন করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার রাতে তিনি বসতঘরেই ছিলেন। রোববার সকালে প্রতিবেশিরা তার বসতঘরের মেঝে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে পারুলের গলায় কাপড়ের ডোর প্যাঁচিয়ে এবং ধারালো অস্ত্রে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। ওই রাতে পারুলের সন্তানদের কেউ বাড়িতে ছিল না।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটন ও আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।