নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ৬ উইকেটে হারিয়েছে কিউইদের।
আজ রোববার সকালে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল। কিন্তু দুই যুবা বোলারের দাপটে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি করে উইকেট শিকার করেছেন। দুটি নেন শামিম হোসেইন।
কিউই ওপেনার ক্রিস মারিউকে শিকার করার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। প্রথম ওভারের শেষ বলে মাত্র দুই রানে তাকে সাজঘরে ফেরান শরিফুল। এরপর কিছুটা বিরতি দিয়ে কোনোর আনসেলকে শিকার করেন অপর শিকারী মৃত্যুঞ্জয়। থমাস জোহরাবকে সাজঘরে ফেরান শামিম হোসেন।
এই তিন শিকারের কবল থেকে মুক্ত হতে পারেনি কিউইরা। ১৭৬ রানে অলআউট হয় তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮.৪ ওভারেই ১৭৬ রান টপকে ফেলে বাংলাদেশের যুবারা। ৪ উইকেটে ১৮০ রান করে। অর্ধশত (৬৫) করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। ১১ বাউন্ডারিতে দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। বাকিরা তার কাজ আগেই এগিয়ে দিয়েছিলেন। তবে শুরুতে রান আউট হন ওপেনার পারভেজ হোসেইন ইমন।
এরপর তানজিদ হাসান (২৮), মাহমুদুল হাসান জয় (২৮), তৌহিদ হৃদয় (২৬) ও শাহাদাত হোসেইন (২৪) রান করেন।