স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন ফার্মেসীতে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উদ্ধারে অভিযান পরিচালনা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মোস্তাফিজুর রহমান ও মোঃমাঈদুল ইসলাম ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী এলাকার বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ঔষধ মার্কেটের তিনটি দোকানে ফিজিশিয়ান স্যাম্পল উদ্ধার করা হয়। অন্য কয়েকটি ঔষধের দোকানে কিছু আইটেম বিক্রয় করা হচ্ছে যা ড্রাগ লাইসেন্স ও ঔষধ আইন অনুযায়ী অবৈধ। মোবাইল কোর্ট পরিচালনার সময় ১৪ বস্তা বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ জব্দ করা হয় এবং ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।