ডিবি পরিচয়ে রাবি ছাত্রদলের ৪ নেতাকে উঠিয়ে নেয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ চার নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ এমন অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।

অন্য তিনজন হলেন, শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।

সুলতান আহমেদ রাহী জানান, আগামী ২৯ তারিখে রাজশাহীতে সমাবেশের প্রস্তুতি বিষয়ে শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার জন্য কাজলা গেট এ সাধারণ সম্পাদকসহ ওই নেতারা কয়েকজনের জন্য অপেক্ষা করছিলেন। এসে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

এ বিষয়ে নগরীর মতিহার থানায় যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য জানেন না বলে জানানো হয়।

Share this post

scroll to top