ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ পুলিশ কনেস্টবল আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক পুলিশ কনেস্টবলকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

পরে বিকালে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটক কনেস্টবলের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তার বিপি নম্বর-৬৮৬।

পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this post

scroll to top