শেরপুরের ঝিনাইগাতীতে আমির হোসেন (৮) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ।
আমির কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরের মা ওহেজান বেগম ছেলেকে স্থানীয় মাদ্রাসায় পাঠিয়ে পাহাড়ে বালু তোলার কাজে যান। বিকেলে পাহাড় থেকে বাড়িতে ফিরে এসে তার ছেলে আমিরকে ঘরের চৌকির ওপর ঘুমন্ত অবস্থায় দেখতে পান। এসময় অনেক ডাকা-ডাকি করলে আমির কোন সাড়া না দেয়ায় মা ওহেজান বেগম ডাক-চিৎকার শুরুর করেন। পরে প্রতিবেশীরা এসে আমিরকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা পারভীন তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি থানা হেফাজতে নিয়ে আসে।
জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ হত্যা, না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হবে।