ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলে প্রশাসনকে বেঁধে দেয়া সময় শেষ হওয়ায় আবারো আন্দোলনে নামছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছে, প্রশাসন আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে অধিভূক্তি বাতিল না হওয়ায় তারা আবার কর্মসূচি দিচ্ছেন।
বুধবার সাত কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলনের মুখপাত্র মো. শাকিল মিয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, প্রশাসন সাত কলেজের অধিভুক্তি বাতিলের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা ঝুলে আছে। প্রশাসনের আশ্বাসে আমাদের আন্দোলন স্থগিত করি; কিন্তু র্দীঘ সময় পেরিয়ে গেলেও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় আমরা হতাশ হয়ে পড়েছি।
এতে আরো বলা হয়, আজ বুধবার(গতকাল) প্রশাসনকে বেধে দেয়া সময় শেষ হয়েছে। আমরা বিষয়টি সামাধানের জন্য গত রোববার প্রশাসনের সাথে মিটিং করেছি; কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি। উল্টো ২০১৯-২০২০ সেশনে ঢাবির অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। প্রশাসনের কথায় আমরা আস্থা রাখতে পারছিনা। তাই আমরা আন্দোলনে নামছি।
কর্মসূচির বিষয়ে বলা হয়, আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিল শেষে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে।
এর আগে ২০১৭সালে ১৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়।