পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব খান। ২৭ সেপ্টেম্বর থেকে নিজে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের দান করে পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় তিনি এ ঘেষণা দেনে।
বুধাবার (২৫ সেপ্টেম্বর) ফের আরেকটি টুইট বার্তায় তিনি লিখেন, ২০০৯ সালের পর আবারো পাকিস্তানের মাটিতে ফিরছে ওয়ানডে ক্রিকেট। তাই দলকে সমর্থন দেয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তিনি। এবং সকলকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করেছেন। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ খেলার ম্যাচ ফি’র একটি অংশ দিয়ে ক্শতিগ্রস্তদের পাশে থাকারকথা জানিয়েছেন শাদাব।
উল্লেখ্য, পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে উদ্ধার কর্মীরা পৌঁছানোর প্রচেষ্টা করছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে এ ভূমিকম্পে কমপক্ষে ২২ জনের মৃত্যু ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে ওই অঞ্চলের বহু ভবন ধসে পড়ায় হতাহতের এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সামরিক বাহিনী সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কৃষি নির্ভর পাঞ্জাব প্রদেশের ঝিলামের প্রায় ২০ কিলোমিটার উত্তরে কাশ্মিরি নগরী মিরপুরের কাছে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
ওই অঞ্চলে রাতভর উদ্ধার অভিযানে স্থানীয় হাসপাতালগুলো রোগিতে ভরে গেছে।