দুঃসময়ে ভারত ফিরিয়ে দিল জিম্বাবুয়েকে। ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে গত কয়েক মাস ধরেই নানান সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মাঝে তাদের সবধরনের বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সাময়িক বরখাস্ত করেছে আইসিসি। জিম্বাবুয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে অক্টোবরে আইসিসির সভা শেষে।
সাময়িক নিষেধাজ্ঞার কবলে আইসিসি কর্তৃক আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্ট বা ম্যাচ খেলতে পারবে না জিম্বাবুয়ে। তবে দ্বিপাক্ষিক সিরিজ বা কোনো বোর্ডের আয়োজিত টুর্নামেন্ট খেলতে কোনো বাধা নেই ব্রেন্ডন টেলর, কাইল জার্ভিসদের। সেই সুযোগেই বাংলাদেশে এসে ত্রিদেশীয় সিরিজ খেলে গিয়েছে জিম্বাবুয়ে।
এবার তাদের সামনে মিশন ছিলো আগামী জানুয়ারিতে ভারতের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানেই ছিলো এ সিরিজটি। যা খেলতে পারলে ভারতের মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতার পাশাপাশি, আর্থিকভাবেও লাভবান হতে পারতো জিম্বাবুয়ে। কিন্তু তাদেরকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকায় আগামী জানুয়ারিতে হতে যাওয়া সে সিরিজটি থেকে জিম্বাবুয়েকে বাদ দিয়েছে ভারত। এর বদলে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরই মধ্যে এ ব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিসিআই। গৌহাটি, ইন্দোর ও পুনেতে হবে সিরিজের ম্যাচ তিনটি।
এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খোয়ানো জিম্বাবুয়ের সামনে এখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও হারাতে বসার শঙ্কা। এফটিপি অনুযায়ী জানুয়ারির শেষদিকে শ্রীলঙ্কায় গিয়ে দুইটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। কিন্তু নিষেধাজ্ঞার কবলে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে সে সিরিজটি আদৌ খেলবে কি না শ্রীলঙ্কা- তা এখনও নিশ্চিত নয়।