কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীদের জেলা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দলের নেতাকর্মীদেরকে ময়মনসিংহ বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হতে বলেছেন। যথাসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের অপর সদস্য শায়রুল কবির খান।