স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। শহরের আকুয়া এলাকা থেকে খালিদ (২১) নামের এই যুবক ছাত্রলীগকর্মী বলে জানিয়েছে এলাকাবাসী।
ময়মনসিংহ র্যাব ১৪-এর কোম্পানি কামান্ডার মেজর শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫টায় আকুয়া এলাকায় অভিযান চালিয়ে খালিদকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।