বৃষ্টি থামার লক্ষণ নেই

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচের টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু তার ঠিক এক ঘণ্টা আগ থেকেই মিরপুরে বৃষ্টি শুরু হয়। তখন থেকেই অনবরত গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, থামছেও না কমছেও না। থামার লক্ষণও নেই।

এভাবে বৃষ্টি হলে ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত কি হবে? এমন প্রশ্ন অনেকেরই। যেহেতু রিজার্ভ ডে নেই, সেহেতু ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশ ও আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন হবে।

তবে এই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার জন্য রাত কয়টা পর্যন্ত অপেক্ষা করা হবে? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল স্কোরার হাবিবুল্লাহ জানিয়েছেন, বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ম্যাচটি যখনই শুরু হোক না কেন রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

ডিএল মেথডে যদি ৫ ওভার করেও খেলা হয় তাহলে প্রায় এক ঘণ্টা সময় লেগে যাবে। সেই হিসেবে রাত ৯টা ৪০ মিনিট হলো খেলা শুরুর শেষ সময়। এই সময়ের মধ্যে খেলা শুরু হলে ভালো। যদি না হয় তাহলে উভয় দলই যৌথ চ্যাম্পিয়ন হবে।

তার মানে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়। এরপর এই শ্রীলংকান ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

Share this post

scroll to top