বাড়ি ভাড়া ও গ্র্যাজুয়েটি কমানো এবং আয়কর সুবিধা বাতিলসহ সাংবাদিকদের স্বার্থবিরোধী নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধনের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে নগরীর সিকে ঘোষ রোডে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম এবং কোষাধ্যক্ষ নজীব আশরাফ, সিরাজুল ইসলাম, কামরুল হাসান, সাইফুল ইসলাম তরফদার, ইউসুফ আকন্দ মুজিবুর, রাসেল হোসেন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফকরুল আকন্দ প্রমুখ ।
বক্তারা বলেন, অবিলম্বে ঘোষিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন করা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।