গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সকল শ্রেণীর সুধীজন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে তিনি উপজেলা পর্যায়ের সকল বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কে.এম এহছান এডভোকেট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সালমা আক্তার, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান শাহ কামরুল ইসলাম ফকরুল, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম প্রমূখ। পরে উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।