বগুড়ায় বিপুল পরিমাণ ছেড়া টাকা উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে একটি বিলের পানি ও তীর থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ নষ্ট টাকার নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে লোকমুখে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশের ওসি আজিমুদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল শাজাহানপুর উপজেলার খাউড়ার ব্রিজ সংলগ্ন বাগবাড়ী রোডের পাশে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১০ বস্তা টাকা উদ্ধার করা হয়। এ বস্তার টাকাগুলো মেশিনে টুকরা টুকরা করে কাটা হয়েছে। পুলিশ দুপুর ১টা পর্যন্ত বস্তার টুকরা নোটগুলো জব্দ করছিল।

এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশের ওসি আজিমুদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নষ্ট নোট মেশিনে টুকরা টুকরা করে বস্তাভর্তি করে ফেলা দেয়া হয়েছে। তবে নিশ্চিত হতে তদন্ত চলছে।

Share this post

scroll to top