অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে একটি অপরিকল্পিত নির্মাণাধীন ভবনে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে পুড়ে গিয়ে ওই ভবন থেকেই ছিটকে পড়ে আসিফ বাবু (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর জন্য ওই অপরিকল্পিত নির্মাণাধীন ভবনের মালিককে দায়ী করছেন স্বজনরা।

মৃত্যু শিশু আসিফ উপজেলার ভাদুরিয়া লাঠিদাম এলাকার একরামুল হকের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার নানার বাড়ি নবাবগঞ্জেরর মতিহারা গ্রামে বেড়াতে এসে পার্শ্ববর্তী বাজারের বিদ্যুতের মেইন লাইনের নীচে অপরিকল্পিত ২য় তলা নির্মানাধীন ভবনের ছাদে উঠে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন শিশুটিকে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্র জানায়।

শিশুটির শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পড়ে গিয়ে তার মাথায় আঘাত পায়। সেখান থেকেও শিশুটির রক্তক্ষরণ হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top