ময়মনসিংহে সাইকেল র‌্যালিতে মাদকবিরোধী শোভাযাত্রা

মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া। তিনি বলেছেন, যারা মাদক ব্যবসায়ীদর বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এমনকি যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আন্তর্জাতিক সেবা সংগঠন ‘ঢাকা রাউন্ড টেবিল’আয়োজিত মাদক বিরোধী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে দুরন্ত বাই-সাইকেলের সহযোগীতায় বাকৃবি সাইক্লিস্টসহ ময়মনসিংহ বিভাগের প্রায় ৪ শতাধিক সাইক্লিস্ট এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন আহমেদ, মাদকবিরোধী সাইকেল র‌্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি, ঢাকা রাউন্ড টেবিলের ফাউন্ডার সেক্রেটারি রবিউল ইসলাম, সদস্য ফাহদ ইসলাম চৌধুরী, সাইকেল শোভাযাত্রার ময়মনসিংহ সমন্বয়ক ও বিডি ক্লিন ময়মনসিংহর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, এ কে এম ফজলুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ চেয়ারপার্সন এ এম এম এনামুল হক মামুন, বাকৃবি সাইক্লিস্টের ইভেন্ট ম্যানেজার সাদেকুর রহমান, প্রাণ-আরএফএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবর, দুরন্ত বাই-সাইকেলের ব্র্যান্ড ম্যানেজার এ এম রকিবুল ইসলাম, কালের কণ্ঠের বাকৃবি প্রতিনিধি আবুল বাশার মিরাজ প্রমুখ।

মাদক বিরোধী শোভাযাত্রাটি শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, বাকৃবি সাইক্লিস্ট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, বাকৃবির সহকারি প্রক্টর ড. মো. শহীদুল আলম, বাকৃবি ওমেন সাইক্লিস্ট ক্লাবের সভাপতি ড. নাসরিন সুলতানা। মাদক বিরোধী এ সাইকেল শোভাযাত্রার আয়োজনের সহযোগি ছিল কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। সূত্রঃ আজকের পত্রিকা

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top