(শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ) বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৪৮ তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র/ছাত্রী) প্রতিযোগিতার ময়মনসিংহ উপ-অঞ্চল পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় সার্কিট হাউস মাঠে। বেলা ৩ঃ০০ ঘটিকা মেয়েদের প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ময়মনসিংহ জেলা আর নেত্রকোনা জেলা। । এ দুটি দলই চমৎকার ফুটবল খেলেছিলো। আক্রমণ পাল্টা আক্রমণে দুইটি দলই সুন্দর ফুটবল খেলা উপহার দেন সার্কিট হাউসে দেখতে আসা ক্রীড়ামোদী দর্শকদের। তারপর ময়মনসিংহ জেলার ধৌবাউড়ার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা খেলার প্রথমার্ধ তিন গোল করে এগিয়ে থেকে ম্যাচটি ৪-০ গোলে জিতে নেয়। এতে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন আর নেত্রকোনা জেলা রানার্সআপ হয়।
অপরদিকে ছাত্রদের আরেকটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় একই মাঠে। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ময়মনসিংহ জেলা( ঈশ্বরগঞ্জ উপজেলা) আর টাংগাইল জেলা (গোপালপুর উপজেলা)। খেলাটি বিকাল ৪ঃ৩০ ঘটিকায় শুরু হয়। খেলার প্রথম থেকেই দুটি দলই অনেকটা এলোমেলো ফুটবল খেলে আসছিলো। ফলে খেলার প্রথমার্ধে কোন দলই গোল পায় নাই। তারপর দ্বিতীয়ার্ধে অনেকটা ধারাবাহিক ফুটবল খেলে টাংগাইল জেলার ছেলেরা। খেলার এক পর্যায়ে দুই দলের দুইজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়া হয়। টাংগাইল জেলা ২-০ গোলে ময়মনসিংহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় ময়মনসিংহ জেলা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) ডিআইজি,ময়মনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ,সাবেক ও বর্তমান ফুটবলার এবং রেফারিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ।