মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহের পুলিশ লাইনে পুলিশ সুপারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল ‘‘চেতনায় অম্লান’’নির্মিত হচ্ছে।
ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশে পুলিশ লাইন হাসপাতালের প্রবেশ পথে বুধবার সকালে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি দৃষ্টি নন্দন ম্যুরালল নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়াসহ রেঞ্জ ও জেলা পুলিশের উধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাযায়, ‘‘চেতনায় অম্লান’’ ম্যুরালটি ভুমি থেকে ২৮ ফুট উচু ও ১৮ ফুট প্রস্থ ও মূরালের (মূল বেদীর) দুপাশে ২৬ ফুট দৈঘ্য ও ১৬ ফুট প্রস্থ ওয়াল থাকবে, বাম পাশের ওয়ালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি ও মুক্তিযুদ্ধের সময় নিহত ময়মনসিংহ জেলা পুলিশের ৩৬জন বীর পুলিশ সদস্যদের ছবিসহ নাম ফলক এবং ডান পাশে বঙ্গবন্ধুর উক্তির সাথে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কর্তব্যরত অবস্থায় যেসব পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের ছবিসহ নাম ফলক থাকবে।