৩৪ বছর বয়সী এই পর্তুগাল তারকা পাঁচবার ফ্রান্সের বিখ্যাত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সেরা খেলোয়াড়ের খেতাব জয় করেছেন। সমানসংখ্যক খেতাব জয় করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মেসিও। তবে ক্যারিয়ার শেষ করার আগে মেসির চেয়ে বেশি খেতাব পেত চান তিনি।
বুধবার ব্রিটেনের আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে ব্যালন ডিঅঁর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘মেসিও ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছেন। তবে মনে হয় আমার তার চেয়ে বেশি অর্থাৎ ছয়, সাত বা আটটি খেতাব পাওয়া উচিত ছিল। আমার মনে হয় আমি এর দাবিদার, যা পেলে খুশি হতাম।’
পর্তুগালের এই অধিনায়ক বলেন, আর্জেন্টাইন ওই তারকার সাথে তার কোনো বন্ধুত্ব নেই। তবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য মেসি তাকে বাধ্য করেছেন উল্লেখ করে রোনালদো বলেন, ‘আমার সাথে তার সম্পর্ক হলো, আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। কিন্তু ১৫ বছর ধরে আমরা শ্রেষ্ঠত্ব ভাগাভাগি করে আসছি। আমার মনে হয় মেসিই আমাকে অপেক্ষাকৃত ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছেন। একইভাবে আমিও তাকে বাধ্য করেছি আরো ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে।’
জুভেন্টাসের আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়া রোনালদো পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। তার নেতৃত্বেই ২০১৬ সালের উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও ২০১৯ সালের উয়েফা ন্যাশন্স লিগের শিরোপা জয় করেছে পর্তুগাল।
রোনালদো বলেন, ‘আমি রেকর্ডকে অনুসরণ করি না। রেকর্ডই আমাকে অনুসরণ করে। আমি সফলতায় আসক্ত হয়ে গেছি। তবে এটিকে আমি খারাপ মনে করি না। আমার মনে হয় এটি ভালো, যা আমাকে অনুপ্রাণিত করে। আপনি যদি অনুপ্রাণিত হতে না পারেন, তাহলে থেমে যাওয়াই ভালো।’