স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক আকন্দ ওরফে লিটন আকন্দকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, বুধবার দুপুরে নগরীর নতুনবাজার এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি অভিযোগ করে বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভার কিছুক্ষণ পূর্বে লিটন আকন্দকে গ্রেফতার করা হয়। প্রোগ্রাম বানচাল করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, লিটন আকন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।