পুরো বাড়িতে রাজত্ব ছিল ডেইজির। তীক্ষ্ণ নজরদারী চালাতো সারাক্ষণ। শিকারের খোঁজ চলতো দিন-রাত। এভাবেই কাটছিল সব। হঠাৎ একদিন বাড়িতে এলো দুটি বিড়াল ছানা। পাল্টে গেলো সবকিছু। মায়ের মমতা দিয়ে ছানা দুটিকে আপন করে নিলো ডেইজি।
ডেইজি ৩৬ বছর বয়সী জেন হুইটনের শিকারী কুকুর। এক বছর ধরেই এই বাড়িতে আছে সে। তবে কোনো ছানার জন্ম দেয়নি। কিন্তু বিড়াল ছানা ফ্লেচার ও ডেক্সচারকে সে যেভাবে খেয়াল রাখে তা দেখে আশ্চর্য হুইটনের পরিবার।
তিনি বলেন, ‘আমরা যখন ছানা দুটিকে বাড়িতে আনলাম ডেইজি খুশিতে লাফাচ্ছিল।’
তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল ডেইজির মাতৃত্ব জেগে উঠা। ছানা দুটিকে সে নিজের দুধ খাওয়াতো। অথচ সে কখনো মা-ই হয়নি।
হুইটন বলেন, ‘আমি সবচেয়ে অবাক হয়েছি যখন ডেইজি ছানা দুটিকে দুধ খাওয়াতে লাগলো। সে ছানা দুটির মা বনে গেছে। সব সময় তাদের দেখাশোনা করে। শুধু তা-ই নয়, কোনো কুকুর তাদের সামনে এলেই সতর্ক হয়ে যায় ডেইজি। দূরে সরিয়ে দেয়।’
দুই ছেলে সন্তানের মা হুইটন আরো বলেন, ‘আমার ছেলেরা এখন ঘর থেকে বের হয় না। সারাক্ষণই তারা দুই বিড়াল ছানা আর ওদের মাকে নিয়ে খেলা করে।’
– ডেইলি মেইল