জনগণকে যথাযথ সেবা দিতে পারলেই মানুষ খুশি মনে কর দিবে আর তার মাধ্যমেই দেশ উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। তাই সেবার মান বৃদ্ধিতে পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম।
আজ রোববার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে পৌরসভার মেয়রদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম কোতোয়ালসহ দেশের ৩২৮টি পৌরসভার মেয়রগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মেয়রগণ তাদের পৌরসভার বিভিন্ন সমস্যাসহ কয়েকটি দাবির কথা তুলে ধরলে সেগুলোর সমাধানের আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী।