সংবাদ ‍সম্মেলন করে যা বললেন নতুন দুই নেতা

ছাত্রলীগকে সকল ধরনের নেতিবাচক কর্মকাণ্ড ও কালিমা থেকে মুক্ত করে ইতিবাচক ধারায় ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের নতুন দায়িত্ব পাওয়া এ দুই নেতা।

সংবাদ সম্মেলনে তারা জানান, আগামীকাল সোমবার সকাল ১১টায় তারা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

নাহিয়ান বলেন, ছাত্রলীগের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবো আমরা।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব ধরণের চ্যালেঞ্জও গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এর আগে শনিবার রাতে পদত্যাগপত্র জমা দেন সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়া ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। একই সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

Share this post

scroll to top