ম্যাচের প্রতি মুহূর্তে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে কথা বলেছেন অধিনায়ক সাকিব ও ম্যাচসেরা আফিফ হোসেনের সঙ্গেও। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে শুরু করলেও এমন জয়ে সন্তুষ্ট নন বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে সিনিয়রদের পারফরমেন্সে হতাশ বোর্ড প্রধান। ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবির পরও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। ভবিষ্যতে আবারো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে ফিরবে বিপিএল-এমন ইঙ্গিত দিয়েছেন পাপন।
ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী। খোঁজ রাখেন সবকিছুরই। জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ম্যাচের খোঁজখবরও নিয়েছেন প্রতি মূহুর্তেই। তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন ম্যাচসেরা আফিফ হোসেনকে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, প্রধানমন্ত্রী বারবার খেলার মাঝেই ফোন করছিলেন। পাপন এটা কি হচ্ছে? এমন হচ্ছে কেনো? উনি খুব চিন্তিত ছিলেন। আফিফের খেলা দেখে বললেন, সে আগে নামল না কেন? ওকে তো আগে দেখিনি। খেলার শেষের পর প্রধানমন্ত্রী আবারো ফোন দিয়েছেন। খেলোয়ারদের সঙ্গে কথা বলেছেন।
তবে দলের এমন জয়ে তৃপ্ত নন বিসিবি বস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত জিম্বাবুয়ের বিপক্ষে এমন জয়ের পক্ষে নন তিনি। হতাশ হয়েছেন সিনিয়রদের পারফরম্যান্সে।
পাপন বলেন, জয় হয়েছে এটা খুশির খবর। তবে আরো সহজ ভাবে জয় হওয়ার কথা ছিল। যাদের ভালো খেলা দেখতে চেয়েছিলাম তারা কেউ সফল হয়নি।