ভালুকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম রুবেল (৩১)। শুক্রবার রাত আড়াইটায় উপজেলার হবিরবাড়ি এলাকায় এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার জামিরদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। পাশাপাশি রুবেলকে মাদক কারবারী বলে দাবি করেছে পুলিশ।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের দু’টি টিম ভালুকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলো। ওই সময় তারা জানতে পারেন উপজেলার হবিরবাড়ি এলাকায় কিছু মাদক কারবারী মাদক কেনাবেচা করছে। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ গুলিবিদ্ধ অবস্থায় মাদক কারবারী রুবেলকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে।

Share this post

scroll to top