ছাত্রলীগ নিয়ে কোনো কথা বলবো না : কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এ নিয়ে (ছাত্রলীগ) আর কোনো কথা বলবো না। কারণ আমাদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখছেন।’

রাজধানীর বনানীতে সেতু ভবনে পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি একটা বিষয় বুঝি না, একটা ছাত্র সংগঠন নিয়ে এত লেখালেখি কি দেশের অন্য বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য পায়।’

প্রসঙ্গত, ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বিদ্যমান ‘কমিটি ভেঙ্গে’ দিতে বলেছেন বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে।

এ বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখছেন। কোনো সংযোজন, বিয়োজন, পরিবর্তন বা সংশোধনের প্রশ্ন আসলে প্রধানমন্ত্রী নিজেই করবেন।’

ছাত্রলীগের আগাম সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আগাম সম্মেলনের কোনো সিদ্ধান্ত পাইনি। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। পুরোপুরিভাবে নেত্রী নিজেই দেখছেন এবং পরীক্ষা-নিরীক্ষা করছেন। দলের চারজনকে ছাত্রলীগের বিষয়টি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। তবে সিদ্ধান্ত আকারে কোনো কিছু না আসলে আমি কিছু বলতে পারি না।’ সূত্র: ইউএনবি

Share this post

scroll to top